ভাষা আন্দোলন বাংলাদেশ ভূখণ্ডের স্বাধীনতা ও মুক্তি আন্দোলনের অনুষঙ্গ। ভাষা আন্দোলনের মাধ্যমে রোপণ হয়েছিল স্বাধীনতার বীজ। মাতৃভাষা বাংলাকে রাষ্ট্রভাষা প্রতিষ্ঠার অধিকার আদায়ে ১৯৪৮ সালেই প্রতিবাদী হয় ছাত্রসমাজ। ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি সালাম, বরকত, রফিক, শফিকসহ বাংলা মায়ের সেরা সন্তানরা বুকের রক্ত ঢেলে বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দানে বাধ্য করেছিলেন পাকিস্তানি শাসকদের। ভাষা আন্দোলনের পথ ধরেই বিকশিত হয় এ দেশের মানুষের স্বাধিকার চেতনা। সত্তরের নির্বাচনে যার চূড়ান্ত রূপ অবয়ব পায়। একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে সে অবিনশ্বর চেতনা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার ইপ্সিত লক্ষ্য অর্জন করে। ভাষাশহীদদের একুশে ফেব্রুয়ারি এখন জাতিসংঘের উদ্যোগে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উদযাপিত হয়। দুনিয়ার দেশে দেশে মাতৃভাষায় কথা বলার অধিকার সমুন্নত রাখার শপথ নেওয়া হয় এই দিনে। মাতৃভাষায় কথা বলার অধিকার যে একটি মানবাধিকার, তা-ও স্বীকৃত এখন আন্তর্জাতিকভাবে। ব্রিটিশ শাসনের অবসানে ১৯৪৭ সালের মধ্য আগস্টে পাকিস্তান প্রতিষ্ঠায় বাঙালি মুসলমানরাই মুখ্য ভূমিকা পালন করে। কিন্তু অচিরেই ভারত থেকে উদ্বাস্তু হয়ে আসা উর্দুভাষী রাজনীতিক, আমলা ও সেনাপতিদের হাতে জিম্মি হয়ে পড়ে পাকিস্তান। পাকিস্তানের শতকরা ৫ ভাগ মানুষ উর্দুভাষী হলেও তারা সে ভাষাকে একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা করে। সংখ্যাগরিষ্ঠ মানুষের ভাষা বাংলা অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে মেনে নিতেও অস্বীকৃতি জানায় পাকিস্তানি শাসকরা। ছাত্রসমাজ এ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। ১৯৫২ সালের ২১ ফেব্র“য়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শান্তিপূর্ণ মিছিলে পাকিস্তানি পুলিশ নির্বিচারে গুলি চালায়। একুশের শহীদদের রক্তদান অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশের মানুষকে প্রতিরোধ গড়ে তোলার সাহস জুগিয়েছে। এ সাহসই ছিল ২০২৪ পর্যন্ত প্রতিটি আন্দোলন-সংগ্রামের অনুপ্রেরণা। মহান মুক্তিযুদ্ধেও তা পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রেখেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে এই প্রেরণাকে বুকে লালন করতে হবে। সর্বস্তরে বাংলা প্রতিষ্ঠার দায় পূরণেও উদ্যোগী হতে হবে। অমর একুশের ভাষাশহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
শিরোনাম
- পাল্টা শুল্ক তিন মাসের জন্য স্থগিত করলেন ট্রাম্প, এ সময় এই শুল্ক থাকছে ১০ শতাংশ
- ক্ষুধা-দুর্ভিক্ষ নিয়ে কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস
- ‘আজ কি রাত ২.০’? তামান্নার নতুন গানের শুটিং ফাঁস
- ফেস আইডি, কিউআর কোডসহ নতুন আধার অ্যাপ চালু করল ভারত
- ডিসেম্বরকে টার্গেট করেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি : ইসি আনোয়ারুল
- গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে গণমাধ্যম কর্মীদের মানববন্ধন
- পাল্টা পদক্ষেপ, মার্কিন পণ্যে ৮৪ শতাংশ শুল্ক আরোপ চীনের
- ফিলিস্তিনে ইসরাইলের হামলার প্রতিবাদে চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন
- দু-এক বছরের মধ্যে ১৫ হাজার লোকের কর্মসংস্থান হবে: বিডা চেয়ারম্যান
- ভারতের ভেতর দিয়ে নেপাল-ভুটানে রফতানি করতে পারবে বাংলাদেশ: রণধীর জয়সওয়াল
- নারায়ণগঞ্জে বুথের নিরাপত্তা কর্মীকে হত্যায় বৃদ্ধের যাবজ্জীবন
- রাম চরণের পরিবারে সদস্য ৪৪, তবুও যে কারণে নেই ধন-সম্পত্তি নিয়ে বিতর্ক!
- বড় ঘোষণা, যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দেবে ইন্দোনেশিয়া
- তথ্য উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
- প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল
- পাহাড়ে এখন উৎসবের আমেজ
- নওগাঁয় পৃথক স্থান থেকে দুজনের মরদেহ উদ্ধার
- ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের মানববন্ধন
- ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শাবিতে পতাকা উত্তোলন
- টঙ্গীতে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা, আটক ৩
অম্লান একুশে
ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর