ঈগল পাখি আকাশ ছুঁয়ে
উড়ে চলে দূরে,
তীক্ষè চোখে খোঁজে খাদ্য
শিকার খোঁজে ভোরে।
ডানা মেলে পাহাড় ছুঁয়ে
নীল গগনে ভাসে,
ঝড়-তুফানে ভয় না পেয়ে
নির্ভয়ে সে হাসে।
নিস্তব্ধতা পছন্দ তার,
বুঝে নেয় সব চুপে,
সাহসী আর শক্তির প্রতীক
আগুন জ্বলে চোখে।
শেখায় আমায় লড়াই করতে
সাহস, ধৈর্য ধরে,
ঈগল পাখির তীক্ষè দৃষ্টি
শত্রু ভয়ে মরে।