আঁকতে পারি ফুল ও পাখি
আঁকতে পারি ফল
আঁকতে পারি প্রজাপতি
আঁকতে পারি বল।
আঁকতে পারি চাঁদ ও সূর্য
আঁকতে পারি আকাশ
আঁকতে পারি উড়ন্ত মেঘ
আঁকতে পারি বাতাস।
আঁকতে পারি পথ ও পাহাড়
আঁকতে পারি গিরি
আঁকতে পারি দালানকোঠা
আঁকতে পারি সিঁড়ি।
আঁকতে পারি বাঘ ও সিংহ
আঁকতে পারি গাছ
আঁকতে পারি সাগর-নদী
আঁকতে পারি মাছ।