পর্যটন কেন্দ্র কুয়াকাটায় অনুষ্ঠিত হয়েছে রাখাইনদের শত বছরের ঐতিহ্যবাহী সাংগ্রাই জলকেলি উৎসব। শুক্রবার বিকালে কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার সংলগ্ন রাখাইন মার্কেটে মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়। জলকেলিতে মাতোয়ারা হয়ে উঠে রাখাইন তরুণ-তরুণীর।
এসময় নৌকায় রাখা পানি রাখাইন ছিটিয়ে দেয় একে অপরের গায়ে। একই সাথে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়। রাখাইনদের নিজস্ব সংস্কৃতি, নাচ আর গানে মাতিয়ে রাখে পুরো অনুষ্ঠানটি। এতে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন রাখাইন পাড়া থেকে আসা শত শত তরুণ তরণী অংশগ্রহন কবে। উৎসবটি দেখতে ভিড় জমিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।
অনুষ্ঠানের সভাপতিত্বে রাখাইন নেতা এমং তালুকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার মো.হাবিবুর রহমান, মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম, কুয়াকাটা প্রেসক্লাব, সাধারণ সম্পাদক হোসাইন আমির, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ।
রাখাইনরা জানান, নতুন বছরকে স্বাগত জানাতে জলকেলি উৎসবের আয়োজন করা হয়। এ উপলক্ষে রাখাইনে বাড়িতে বাড়িতে ফুল দিয়ে সাজানো, বিহারে মোমবাতি প্রজ্বলন এবং প্রার্থনা করা, নতুন পোষাক ও পিঠাপুলির আয়োজন করা হয়।
রাখাইন তরুণ সানওয়ে বলেন, এই উৎসব আমাদের রাখাইন তরুণ তরুণীসহ সকলের কাছে বড় ধরনের একটি ধর্মীয় উৎসব।
রাখাইন ওয়েনমাং উচু বলেন, জলকেলি উৎসব আগে প্রত্যেকটি পাড়ায় অনুষ্ঠিত হতো। এখন আর্থিক সংকটের কারণে সব পাড়ায় অনুষ্ঠিত হয় না।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রবিউল ইসলাম জানান, রাখাইনদের এই ঐতিহ্যবাহী উৎসবটি শত বছর ধরে এ উপকূলের বিভিন্ন রাখাইন পাড়াগুলোতে চলছে। তারই ধারাবাহিকতায় এ বছরেও সুন্দর আয়োজন করেছে তারা।
বিডি প্রতিদিন/এএম