পাখি হব আকাশে
মনের খাঁচায় বন্দি
তোমার কাছে ছুটে যাব,
চাও যদি সঙ্গী।
ময়না পাখির গয়না চুরি
দোয়েল পাখির নাচ
বুলবুলি গেল ধানখেতে
রইল বাকি কাজ।
আসো যদি কথা হবে
পাখির গানে গানে
ছুটে চলা তেপান্তরে
মনের গহিন বনে।
পাখি হব আকাশে
মনের খাঁচায় বন্দি
তোমার কাছে ছুটে যাব,
চাও যদি সঙ্গী।
ময়না পাখির গয়না চুরি
দোয়েল পাখির নাচ
বুলবুলি গেল ধানখেতে
রইল বাকি কাজ।
আসো যদি কথা হবে
পাখির গানে গানে
ছুটে চলা তেপান্তরে
মনের গহিন বনে।