এক রাজা জঙ্গলে শিকার করতে গিয়েছেন। সঙ্গে পাইকপেয়াদা, বন্দুক, বল্লম। রাজার নাম লাড্ডু। রাজার রাজধানীর নাম বন্দে। রাজা যে দেশের রাজা, সেই দেশের নাম রসগোল্লা।
রাজা রোজ সকালে নাশতা করেন কালোজাম দিয়ে। দুপুরে আহার করেন চমচম দিয়ে। রাতে খাবার খান সন্দেশ দিয়ে।
রাজার একশো একটা রানি। বড় রানির নাম ক্ষীর কদম। মেজো রানির নাম রাজভোগ। সেজো রানির নাম ছানার পোলাও। ন রানির নাম গোপালভোগ। ফুল রানির নাম রসোমালাই আর ছোট রানির নাম জিলিপি। রাজার অন্য রানিদের নাম না শুনলেও চলবে। আমাদের গল্প এই জিলিপি রানিকে নিয়ে।
রাজা শিকারে গিয়েছেন জিলিপি রানিকে সঙ্গে নিয়ে। রাজার সঙ্গে গিয়েছেন ময়রা। তার নাম ময়দা মোদক। রাজার সঙ্গে গিয়েছেন এক রাঁধুনি। তার নাম হলুদ বালা। রাজার সঙ্গে গিয়েছেন এক ভাঁড়। তার নাম মহিপাল ভাঁড়। গোপাল ভাঁড়ের বংশধর তো। ছেলের, ছেলের, ছেলের, ছেলের ছেলে। তোমরা চেনো না! কী আশ্চর্য!
শিকারে গিয়ে, লাড্ডু রাজা, জিলিপি রানিকে নিয়ে দাঁড়ালেন এক খাল পাড়ে। বন্দুক উঁচু করে গুলি ছুড়লেন। গুলি লাগল গাছে, বন্দুকের বাঁট লাগল রানির কপালে। রানি পড়েই অজ্ঞান হয়ে গেলেন।
রাজবৈদ্য নিম চাঁদ ছেঁচে আনলেন বিছুটি পাতা। রানির কপালে ঠেকিয়ে দিলেন। রানি, জ্বলে গেলো গো, পুড়ে গেলো গো, চুলকিয়ে দাও গো বলে পড়লেন গিয়ে খালে। খালে ছিল এক কুমির। কুমির কামড়ে দিল রানির চুলে। রাজা তলোয়ার দিয়ে চুল কেটে রানিকে উদ্ধার করলেন।
এই না দেখে বাঁদরের দল গান গেয়ে উঠল,
রানির মাথায় চুল নেই
টেকো রানি, টেকো রানি।
রাজা বাঁদরের গান শুনে বাঁদরকে করলেন তাড়া। তাড়া করতে গিয়ে রাজা পড়লেন খালে। কুমির কামড়ে খেল রাজার কান।
এই না দেখে বাঁদরের দল গান গেয়ে উঠল,
রাজার একটা কান নেই
বয়রা রাজা, বয়রা রাজা।
রাজা গেলেন আবার খেপে। আবার বাঁদরদের করলেন তাড়া।
এবারও রাজা পড়লেন খালে।
কুমির এবার আরেকটি কান খেয়ে নিল রাজার।
এই না দেখে বাঁদরের দল আবার গান গেয়ে উঠল,
রাজার দু’কান কাটা
রাজা একটা যা তা।
রাজা আর কী করবে? আবার যদি বাঁদর ধরতে যায়। আবার যদি খালে পড়ে যায়। আবার যদি কুমিরে খায়। যদি এবার নাক হারায়! না, না সে হতে পারে না।
লাড্ডু রাজা রুমাল দিয়ে কান ঢেকে, জিলিপি রানির শাড়ির আঁচল দিয়ে মাথা ঢেকে, রাজমহলে ফিরে এলেন। এসেই চারদিকে ঘোষণা দিলেন, আমার রাজ্যে শিকার করা নিষেধ। যে শিকার করতে যাবে তার গর্দান দেওয়া হবে।
সেই থেকে রসগোল্লা দেশের জঙ্গলে পশু-পাখিরা সুখে শান্তিতে বসবাস করছে। তোমরা যদি সেই দেশে যাও, তবে সাবধান! শিকার করতে যেও না। রাজা দেবে গর্দান, কুমির খাবে চুল, কান!