আজ তোমাদের দেখাব- বেকিং সোডা এবং ভিনেগার দিয়ে তৈরি আগ্নেয়গিরির একটি ‘ক্লাসিক বিজ্ঞান’ পরীক্ষা, যা সহজেই যে কারও মনোযোগ আকর্ষণ করবে। যদি তোমরা পরীক্ষাটি একবার করে- এর অগ্ন্যুৎপাত দেখ, তবে তোমরা নিজেরাই এই পরীক্ষাটি বারবার করতে চাইবে।
যা যা লাগবে
► প্লাস্টিকের কাপ
► পানি
► বেকিং সোডা
► ফুড কালারিং (বা ধোয়া যায় এমন রং)
► ভিনেগার এবং
► ডিশওয়াশ (সাবান)
যা করতে হবে
ধাপ ১ : প্রথমে প্লাস্টিকের কাপে পানি ঢেলে নাও, খেয়াল রেখ তা যেন প্রায় ২/৩ অংশ পূর্ণ হয়।
ধাপ ২ : এর মধ্যে ৪ টেবিল চামচ বেকিং সোডা, ১ টেবিল চামচ ডিশওয়াশ সোপ এবং সামান্য ফুড কালারিং যোগ কর। (এটি বাইরে কর, কারণ- এটি কিছুটা নোংরা হতে পারে।)
ধাপ ৩ : প্লাস্টিকের কাপে উপাদানগুলো ভালোভাবে মেশাও এবং এরপর ধীরে ধীরে ভিনেগার ঢালো যতক্ষণ না এটি ফেনা তৈরি করে।
ফলাফল
যত বেশি বেকিং সোডা ও ভিনেগার যোগ করবে, রাসায়নিক বিক্রিয়া তত বেশি তীব্র হবে। আর যদি বড় আকারের তৈরি করতে চাও, তাহলে প্লাস্টিকের কাপের চারপাশে মাটি দিয়ে একটি ছোট আকারের আগ্নেয়গিরি তৈরি করে নিতে পার।