‘পরিচ্ছন্ন পরিবেশ, সুস্থ জীবন’ এ প্রতিপাদ্য সামনে রেখে বসুন্ধরা শুভসংঘ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ডাস্টবিন বিতরণ করা হয়েছে। গতকাল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় নূরুল উলুম কওমিয়া হাফেজিয়া মাদ্রাসায় এসব ডাস্টবিন বিতরণ করা হয়।
এ সময় মাদ্রাসার মুহতামিম মাওলানা আবুল হাসেম বলেন, ‘পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে পরিচ্ছন্নতার চেতনা গড়ে তুলতে শুভসংঘের এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়।’ বীরগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মুক্তার হোসেন বলেন, ‘বীরগঞ্জে শুভসংঘ নিয়মিতভাবে মানবকল্যাণমূলক কাজে যুক্ত রয়েছে। তাদের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ অনুষ্ঠানে শুভসংঘের উপদেষ্টা সোহেল আহমেদ বলেন, ‘পরিচ্ছন্ন ও বাসযোগ্য বীরগঞ্জ গড়ার লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাস্তাঘাট ও জনসমাগম হয় এমন স্থানে ডাস্টবিন বিতরণ করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নূরুল উলুম মাদ্রাসায় ডাস্টবিন প্রদান করা হয়েছে।’ আগামীতে আরও বড় পরিসরে এমন উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ডাস্টবিন বিতরণের সময় শুভসংঘের উপজেলা শাখার উপদেষ্টা সোহেল আহমেদ, জেলা সহসভাপতি মো. ফরহাদ হোসেন, উপজেলা সভাপতি তানভীর হোসেন, কার্যকরী সদস্য হাবিবুর রহমান, সদস্য জেনারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।