বান্দরবানের থানচি উপজেলার বলিবাজারে ভয়াবহ আগুন লেগে প্রায় ১৩টি দোকান পুড়ে গেছে। শনিবার (২৫ অক্টোবর) রাত ২টার দিকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে।
আগুন লাগার খবর পেয়ে বলিপাড়া বিজিবি ব্যাটালিয়ন, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। পরে থানচি উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে যোগ দেয় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কাজ চলছে। তবে স্থানীয়রা জানান, বাজারের একটি খাবারের দোকান থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়।
এর আগে, ২০২৩ সালের ২৫ মার্চ ভয়াবহ অগ্নিকাণ্ডে বলিবাজারের ৫৮টি দোকান ও বসতবাড়ি পুড়ে যায়।
বিডি-প্রতিদিন/তানিয়া