বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি পার্বত্য জেলা শাখার উদ্যোগে শিক্ষক সম্মেলন ২০২৫ সোমবার (২০ অক্টোবর) টাউন হলে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ ভূঁঞা।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াগড়ি জেলা শাখার সমন্বয়ক ও সহ-সভাপতি আশা প্রিয় ত্রিপুরা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা বিএনপি সাধারণ সম্পাদক এম এন আবছার।
সম্মেলনে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি মো. জুলফিকার আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপি যুগ্ম সম্পাদক এ্যাডবুকেট আব্দুল মালেক মিন্টু, মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি খাগড়াছড়ি জেলা শাখার সমন্বয়ক মো. মোজাম্মেল হক, জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক মাহবুব আলম সবুজ।
সম্মেলনে জেলার বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/জামশেদ