‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’—এ স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা পরিসংখ্যান অফিসের উদ্যোগে সোমবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
র্যালির উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক মোছা. মাহমুদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল, সিনিয়র সহকারী কমিশনার মনোরঞ্জনসহ সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।
র্যালি শেষে অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি-প্রতিদিন/মাইনুল