চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর-আড্ডা সড়কের নজরপুর নামক স্থানে রাস্তায় গাছ ফেলে অভিনব কায়দায় ডাকাতি চেষ্টার একটি ভিডিও ভাইরাল হয়েছে। ১ মিনিট ৪০ সেকেন্ডের একটি ভিডিও ফুটেজ গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ঘটনাটি তার আগের রাত অর্থাৎ মঙ্গলবার রাতে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তবে গোমস্তাপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম বিষয়টি নিশ্চিত করলেও সংশ্লিষ্ট থানায় কোনো অভিযোগ না থাকার কারণে ভুক্তভোগীদের বিষয়ে কোন তথ্য দিতে পারেননি তিনি।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি প্রাইভেট কার রহনপুর-নজরপুর সড়ক দিয়ে যাচ্ছে। পথে গাছ পড়ে থাকা দেখে চালক গাড়িটি উল্টো দিকে নেয়। এমন সময় দেখা যায় রাস্তার পাশ থেকে কয়েকজন ব্যক্তি মুখ ঢাকা অবস্থায় রামদা হাতে প্রাইভেট কারটি লক্ষ্য করে এগিয়ে আসছে। এ সময় চালক রির্ভাস গিয়ার ব্যবহার করে পেছনের দিকে উল্টো পথে চলতে থাকে। এভাবেই ১ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিওটি শেষ হয়।
তবে চালকের বুদ্ধিমত্তার কারণে শেষ পর্যন্ত ডাকাতরা সফল হতে পারেনি বলে ধারণা করা হচ্ছে। কারণ ওইরাতে ডাকাতির ঘটনা ঘটলে ভুক্তভোগী ব্যক্তিরা থানায় বা পুলিশের কাছে অভিযোগ করতেন। কিন্তু থানায় কোন অভিযোগ করা হয়নি বলে জানিয়েছেন গোমস্তাপুর থানার ওসি মো. ওয়াদুদ আলম।
স্থানীয়রা জানান, রহনপুর-আড্ডা সড়কে প্রায় প্রতিরাতে ডাকাতির ঘটনা ঘটে। রাত ৮-৯টার পর থেকে ভোররাত পর্যন্ত সড়কটিতে আতঙ্ক বিরাজ করে। অনেকেই রাতে ওই সড়ক এড়িয়ে চলেন। তবে মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনী কিছুটা তৎপর হলেও পরবর্তীতে নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে সড়কটিতে চলাচলকারীরা আতঙ্কের মধ্যেই থাকেন।
এ ব্যাপারে পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় পুলিশ কাজ করে যাচ্ছে।
বিডি প্রতিদিন/জামশেদ