খাগড়াছড়ির মানিকছড়িতে সিএন্ডবি এলাকা থেকে মো. জহির মিয়া (৭০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার সিএন্ডবি সড়ক ও জনপদ কার্যালয়ের আবাসিক এলাকার কচু ক্ষেতের মধ্যে পরিত্যক্ত অবস্থায় লাশটি দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশে খবর দিলে মানিকছড়ি থানা পুলিশ লাশটি উদ্ধার করে। লাশের পরিচয় মিলেছে। জহির উপজেলার হাজিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জহির মিয়া পরিবারের সাথে অভিমান করে দীর্ঘদিন যাবৎ উপজেলা সদরের সিএন্ডবি এলাকায় একটি পুকুরপাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে বসবাস করতেন। একই সাথে প্লাস্টিকের বোতল কুড়িয়ে বিক্রি করতেন।
মানিকছড়ি থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/হিমেল