মোংলায় ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব কমাতে মশার উৎপত্তিস্থল ধ্বংসের লক্ষ্যে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার সকালে মোংলা পোর্ট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বিচারপতি মাহবুব মোর্শেদ সড়কে এ কর্মসূচি পালিত হয়।
ব্রাক স্বাস্থ্য কর্মসূচির আওতাধীন জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে এবং রোভার স্কাউটসের সহযোগিতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোংলা সরকারি বালিকা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. হাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কে. এম. রব্বানী।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান, পরিবেশকর্মী ও সংবাদকর্মী মো. নূর আলম শেখ, মোংলা সরকারি কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক ড. অসিত বসু, মোংলা গার্লস কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ এবং মোংলা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলম নূর জনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্রাক স্বাস্থ্য প্রকল্পের সনৎ কুমার, রোভার স্কাউটসের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক প্রভাষক কামাল হোসেন, শিক্ষিকা রেবেকা সুলতানা পারভীন এবং মোংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নরেশ হালদার।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ