দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়ে দালাল চক্রের দুই সদস্যকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে পরিচালিত এই অভিযানে বিপ্লব হোসেন (৪০) ও পূর্ণিমা রানী (৫৬) নামের দুইজনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় ২ হাজার করে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. ইসাহাক আলী। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মশিউর রহমান এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
ইউএনও ইসাহাক আলী সাংবাদিকদের জানান, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রটি কমিশনের ভিত্তিতে গ্রামের সহজ-সরল রোগীদের ফুলবাড়ী হাসপাতালে এসে বিভিন্ন প্রলোভনে বিভিন্ন বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠাতো। সেখানে রোগীদের নিম্নমানের চিকিৎসা ও নানা ধরনের ভোগান্তির শিকার হতে হতো।
তিনি আরও জানান, অভিযানে দুইজনকে জরিমানা করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।
বিডি প্রতিদিন/জামশেদ