বাংলাদেশ গ্রাম আদলাত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের বার্ষিক অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের উদ্যোগে ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
স্থানীয় সরকারের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন, সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম,গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার রুবি আক্তার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা।
সভায় প্রান্তিক পর্যায়ের জনগনকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে গ্রাম আদালত সম্পর্কে সচেতন করার কৌশলে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা ও স্থানীয় বেসরকারী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম