গাইবান্ধার পলাশবাড়ীতে সাপের কামড়ে তাসলিমা আকতার মনি (১২) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে। নিহত কিশোরী তাসলিমা আকতার মনি উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরা গনেশপুর গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার ছাত্রী।
মঙ্গলবার সকাল দশটার দিকে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে সোমবার দিবাগত সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের খোদ্দ ট্যাংরার গনেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার বাড়িতে কিছু আত্মীয়-স্বজন আসে। তাদের সাথে ঘুরতে যায় তাসলিমা। সন্ধ্যার দিকে বাড়ি ফেরার পথে একটি বিষধর সাপ ছোবল দেয়। এসময় সে চিৎকার করতে থাকে। পরে স্বজনরা স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাসলিমাকে মৃত ঘোষণা করে।
নিহত তাসলিমার চাচাতো ভাই নাজমুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে তাসলিমার বাম পায়ে সাপে কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে এনে বিষ নামানোর চেষ্টা করা হয়। সাপ কামড় দেওয়ার ৪০ থেকে ৪৫ মিনিট পর হাসপাতালে নিয়েছিলাম। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সালাউদ্দীন আহমেদ খান বলেন, সোমবার সন্ধ্যায় সাপে কামড় দেওয়া এক কিশোরীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএ