বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে স্কোয়াডে বড় পরিবর্তন এনেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। আগামী ৩০ আগস্ট শুরু হতে যাওয়া এই সিরিজে ইনজুরি ও ব্যক্তিগত কারণে তিন ক্রিকেটার ছিটকে যাওয়ায় নতুন তিনজনকে দলে অন্তর্ভুক্ত করেছে ডাচরা।
আগে ঘোষিত ১৫ সদস্যের দল থেকে ইনজুরির কারণে ছিটকে গেছেন রায়ান ক্লেইন ও ফ্রেড ক্লাসেন। এছাড়া ব্যক্তিগত কারণে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন সাকিব জুলফিকার।
তাদের জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন তিন নতুন মুখ—প্রথমবারের মতো আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন ১৭ বছর বয়সী ব্যাটার সেডরিক ডি ল্যাং। এছাড়া দীর্ঘদিন পর দলে ফিরেছেন ডানহাতি ফাস্ট বোলার সেবাস্টিয়ান ব্রাট এবং অলরাউন্ডার সিকান্দার জুলফিকার।
সেডরিক অনূর্ধ্ব-১৯ দলে নিয়মিত পারফর্ম করে আসছেন। এছাড়া চলমান ডাচ প্রো টি-টোয়েন্টি সিরিজেও ব্যাট হাতে নজর কাড়ছেন তিনি। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস বলেন, 'স্কোয়াডে তরুণদের যুক্ত হওয়া সবসময়ই ইতিবাচক। সেডরিক গ্রীষ্মজুড়ে অসাধারণ খেলেছে এবং দলে জায়গা পাওয়ার মতোই পারফর্ম করেছে। আমরা তার সম্ভাবনা নিয়ে আশাবাদী।'
সিরিজের প্রথম ম্যাচ হবে ৩০ আগস্ট। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ১ ও ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। সিরিজ শুরুর আগে তিনদিন অনুশীলন করবে ডাচ দল।
নেদারল্যান্ডস স্কোয়াড: স্কট অ্যাডওয়ার্ডস (অধিনায়ক), নোয়াহ ক্রোয়েস, ম্যাক্স ও'দউদ, বিক্রমজিৎ সিং, তেজা নিদামানুরু, সিকান্দার জুলফিকার, সেডরিক ডি ল্যাং, কাইল ক্লেইন, আরিয়ান দত্ত, পল ফন মিকরেন, শারিজ আহমেদ, বেন ফ্লেচার, ড্যানিয়েল ডোরাম, সেবাস্টিয়ান ব্রাট, টিম প্রিঙ্গল।
বিডি প্রতিদিন/মুসা