ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১১ অক্টোবর যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ভূখণ্ডটিতে ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় মোট ৯৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আর এ সময় আহত হয়েছেন আরও ৩২৪ জন। মন্ত্রণালয়ের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় ইসরায়েলি হামলায় আরো ১৯ জন নিহত হয়েছেন এবং সাতজন আহত হয়েছেন।
মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি গণহত্যায় এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ৫১৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ১ লাখ ৭০ হাজার ৩৮২ জন।
বিডি প্রতিদিন/নাজিম