‘অতীত বলে সাংবাদিক হত্যা, নির্যাতনের বিচার নেই, তবুও বিচার চাই’ এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারা দেশব্যাপী সাংবাদিক খুন, হামলা, নির্যাতন ও হয়রানিমূলক মামলার প্রতিবাদে জামালপুরে প্রতিবাদ সমাবেশ হয়েছে।
রবিবার দুপুরে জামালপুর জেলা প্রেসক্লাব এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। শহরের তমালতলাস্থ জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশে জেলা প্রেসক্লাবের সভাপতি এসএ টিভি ও বাংলাদেশ বেতারের সাংবাদিক ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক উৎপল কান্তিধর, আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল, সনাকের সহ-সভাপতি একেএম আশরাফুজ্জামান স্বাধীন, জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, আমার দেশের সাংবাদিক ইউসুফ আলী, দিনকালের মুকুল রানা, ইত্তেফাকের শাহীন আল আমিন, নিউ নেশনের শাহ্ জামাল, যায়যায়দিনের লিয়াকত হোসাইন লায়ন, সমকালের সোলায়মান হোসেন হরেক, মাই টিভির শামীম আলম, এখন টিভির জুয়েল রানা, এনটিভি ও খবরের কাগজের আসমাউল আসিফ, বাংলা টিভির নূর মোহাম্মদ ফজলুল করিম কাউছার, একুশে টিভির খন্দকার রাজু আহমেদ ফুয়াদ, এশিয়ান টিভির মোস্তাক আহমেদ মনির, সাপ্তাহিক মুক্তকালের সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এই দেশে সাংবাদিক হত্যা, নির্যাতনের আজ পর্যন্ত বিচার হয়নি, এই বিচারহীনতার সংস্কৃতির জন্যই প্রতিনিয়ত সাংবাদিকরা হত্যা, নির্যাতন, হয়রানিমূলক মামলার শিকার হচ্ছে, অথচ রাষ্ট্র সাংবাদিকদের নিপরাত্তা নিশ্চিত করতে কোন আইন তৈরি না করলেও সাংবাদিকদের দমনে বিভিন্ন আইন তৈরি করছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য চরম হুমকি। প্রতিবাদ সমাবেশে সঞ্চালনা করেন জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রতিদিন ও ডিবিসি নিউজের শুভ্র মেহেদী।