বগুড়ায় গত কয়েক দিনের টানা বৃষ্টিতে সড়ক ধসে শিবগঞ্জ উপজেলার ধোন্দাকোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন হুমকিতে রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে স্কুল ভবনের পাশের সড়কটি গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে ওই এলাকার তিন গ্রামের মানুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। অপরদিকে ঝুঁকির মুখে পড়েছে বিদ্যালয়ের ভবন।
জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ধোন্দাকোলা গ্রামে করতোয়া নদীর তীর ঘেঁষে স্থাপন করা হয়েছে ধান্দাকোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর বিদ্যালয়টির ভবনের পাশ দিয়ে রয়েছে গ্রামের পাকা সড়ক। এই সড়ক দিয়ে ওই এলাকার তিন গ্রামের মানুষ যাতয়াত করেন। এছাড়া কোমলমতি শিক্ষার্থীরা একই সড়ক দিয়ে বিদ্যালয়ে আসে। গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে স্কুল ভবনের সাথে পাকা সড়ক ধসে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। শুধু তাই নয় সড়কের বেশিরভাগ অংশ ভেঙে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে স্কুল ভবন ও পাকা সড়ক হুমকিতে রয়েছে। যেকোনো সময় স্কুল ভবন ধসে পড়ার আশংকা করছেন এলাকাবাসী। এছাড়া গর্তের কারণে গত কয়েক দিন হলেই এলাকার মানুষ উক্ত সড়ক দিয়ে যাতায়াত করতে পারছেন না। এদিকে ধসে পড়া সড়ক দিয়েই ঝুঁকি নিয়ে চলছে ভটভটি, ইজিবাইক, অটোরিক্সা ও ভ্যানগাড়িসহ বিভিন্ন যানবাহন। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে তাদের।
এলাকাবাসী বলছেন, দ্রুত স্কুল ভবনের পাশে গর্তটি ভরাট করে সড়কটি সংস্কার করা। তা না হলে যেকোন সময় অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটতে পারে। এছাড়া এই সড়ক খুবই জনগুরুত্বপূর্ণ। অতিবৃষ্টির কারণে বেশিরভাগ অংশ ধসে পড়েছে। সড়ক মেরামত হলে চলাচলরত মানুষ ঝুঁকিমুক্ত হবেন।
ধোন্দাকোলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলালী বেগম জানান, সড়কটি ধসে যাওয়ায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে আসতে হচ্ছে। সড়কে গর্তের কারণে স্কুল ভবন হুমকিতে রয়েছে। পাশাপাশি কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে দুশ্চিন্তায় থাকতে হচ্ছে। কারণ অসাবধানতাবশত গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে এবং ভবনের আংশিক অংশ ভেঙে যেতে পারে। তাই দ্রুত সড়ক সংস্কার করা উচিত।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান জানান, স্কুল ভবনের পাশে সড়কে গর্তের বিষয়টি মৌখিকভাবে শুনেছি। গর্তটি ভরাট করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে নির্দেশনা দেয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল