নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমানের সহোযোগী হিসেবে পরিচিত ইউপি সদস্য আব্দুল বাছেদ ওরফে বাছেদ মেম্বারকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে তাকে ফতুল্লা পোস্ট অফিস রোড এলাকার ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল বাছেদ ওরফে বাছেদ মেম্বার ফতুল্লা ইউনিয়ন পরিষদরে ৫ নং ওয়ার্ড সদস্য।
ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, দুপুরের দিকে বাছেদ মেম্বারকে ফতুল্লা ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে থেকে আটক করে পুলিশে দিয়েছে বিএনপি নেতা-কর্মীরা। বাছেদ মেম্বারের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। আরো মামলা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএ