বাগেরহাটের সুন্দরবন সন্নিহিত শরণখোলা উপজেলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। ‘মানুষ-বাঘের সুবেলা সহাবস্থান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে সুন্দরবন বিভাগের আয়োজনে সাউথখালী ইউনিয়নের সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব বাঘ দিবসে র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) রানা দেব। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শরণখোলা ফরেস্ট স্টেশন কর্মকর্তা তানভির হাসান ইমরানসহ সুন্দরবন সুরক্ষায় ভিলেস রেসপন্স টাইগার টিমের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে স্থানীয় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সুন্দরবন সন্নিহিত এলাকার বনজীবনীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এমআই