বগুড়ার শেরপুরে বিস্ফোরক ও নাশকতার মামলার আসামি সাবেক পৌর কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শুভ ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোর রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার শুভ ইমরান উলিপুর নতুন পাড়া এলাকার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এছাড়া তিনি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ছিলেন।
এদিকে, সোমবার দুপুরে তাকে শেরপুর থানা থেকে বগুড়ার আদালতে নেওয়ার সময় থানা প্রাঙ্গণে বিক্ষুদ্ধ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কবলে পড়েন তিনি। এসময় বিক্ষুদ্ধ নেতাকর্মীরা তার বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষুদ্ধ জনতা তাকে পচা ডিম নিক্ষেপ করেন।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, অভিযান চালিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ ইমরানকে গ্রেফতার করা হয়। শুভ ইমরান বিস্ফোরক দ্রব্য আইনসহ একাধিক মামলার চার্জশিটভুক্ত আসামি।
বিডি প্রতিদিন/এমআই