সিলেট ও সুনামগঞ্জ সীমান্ত এলাকায় টহল অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে অভিযানে কাউকে আটক করা যায়নি।
শুক্রবার (১৮ জুলাই) বিজিবির ৪৮ ব্যাটালিয়নের আওতাধীন প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা সীমান্ত ফাঁড়ির টহল দল এ অভিযান চালায়। এছাড়া গোয়াইনঘাট ও ফতেহপুরের মধ্যবর্তী সারি নদীর তীরবর্তী একটি পরিত্যক্ত গুদাম থেকেও বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করা হয়।
জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে শাড়ি, প্রসাধনী ক্রিম, সানগ্লাস, শেভিং ব্লেডসহ নানা ধরনের কসমেটিকস ও কাপড়। এছাড়াও ভারত থেকে চোরাপথে আনা বেশ কয়েকটি গরু জব্দ করা হয়েছে।
এ বিষয়ে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাজমুল হক জানান, “সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে এই অভিযান চালানো হয়।”
তিনি আরও জানান, সীমান্ত এলাকায় বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান আরও জোরদার করা হবে।
বিডি প্রতিদিন/আশিক