বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা, নগদ অর্থ ও বিভিন্ন সরঞ্জামসহ বাবুল শেখ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। মঙ্গলবার সকালে উপজেলার চরচিংগুড়ি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল হাকিম শেখের ছেলে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মঙ্গলবার সকালে বাবুল শেখের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার কাছ থেকে আনুমানিক ১৪ লাখ টাকা মূল্যের ৫ হাজার ৩৮০ পিস ইয়াবা, নগদ ১১ হাজার ৪০০ টাকা, ৪টি মোবাইল ফোন, ৩টি সিমকার্ড, ৫টি চাপাটি ও ৫টি হাতুড়ি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, এ ঘটনায় বাবুল শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/মুসা