বৃষ্টি উপেক্ষা করে সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে দিনাজপুরে মানববন্ধন পালন এবং স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখা।
মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয় সম্মুখ সড়কে সকল প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি ও এমপিওভুক্ত করার দাবিতে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে দিনজাপুর জেলা প্রশাসক এর মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দিনাজপুর জেলা শাখার নেতৃবৃন্দ।
মানববন্ধনে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ দিনাজপুর সভাপতি মোঃ আতাউর রহমান সবুজের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ ইলিয়াস রাজ, সাধারণ সম্পাদক রিমা খাতুন, সাংগঠনিক সম্পাদক আকুল শেখ, মুখ্য সমন্বয়ক গাওসুল আযম শিমু।এছাড়াও বক্তব্য রাখেন,সংগঠনের উপদেষ্টা মোঃ ইয়াকুব আলী,জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ এনামুল হক, মোঃ শরিফুল ইসলাম স্বাধীন, শ্যামল কুমার প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ