বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের ৬ দফা দাবিতে অবস্থান কর্মসূচি মাদারীপুরে পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মাদারীপুর জেলা সিভিল সার্জন কার্যলয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশনের মাদারীপুর জেলা শাখার সভাপতি মো: শাহাদুল ইসলাম (রিপন) সভাপতিত্বে বক্তব্য রাখেন, সংগঠেনের সাধারন সম্পাদক ফরিদ হোসেন ইসলাম, সদর উপজেলা সভাপতি মো. ইউসুফ হোসেন, সদর উপজেলা সাধারন সম্পাদক আ. জব্বার হাওলাদারসহ সদর উপজেলা মহিলা সম্পাদিকা জিয়াসমিন আক্তার প্রমুখ।
উক্ত অবস্থান কর্মসূচিতে মাদারীপুর জেলা ও উপজেলার সকল সদস্য একযোগে এ অবস্থান কর্মসূচি পালন করেন।
বিডি প্রতিদিন/এএ