মাছ চাষের পুকুরে বিদ্যুতের লাইন দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মোসাদ্দেক হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের করঞ্জী এ গ্রামে ঘটে। নিহত মোসাদ্দেক হোসেন (৪৮) বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের করঞ্জী এ গ্রামের মৃত হানিফ মোল্লার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি প্রতিবেশির বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। রাতে বাড়ির পাশে মাছ চাষের পুকুরে বিদ্যুত লাইনের সংযোগ দিতে যান। এ সময় তার অসাবধানতাবশত ভেজা হাত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, বিদ্যুতায়িত হয়ে মৃতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ