‘প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা বৃক্ষরোপণ করছি’—এই স্লোগানকে সামনে রেখে মাগুরা সদরের মঘী ইউনিয়নে বৃহস্পতিবার (৫ জুন) দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘মঘী সমাজ কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন’।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক শরিফুজ্জামান চান্দু মিয়া জানান, পর্যায়ক্রমে ইউনিয়নের রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মসজিদ এবং দরিদ্র পরিবারের বাড়িতে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষ রোপণের পরিকল্পনা রয়েছে। আজকের কর্মসূচিতে ২০০টি স্থানে গাছ রোপণ করা হয়েছে।
তিনি আরও জানান, সংগঠনটি অসহায় ও অসচ্ছল পরিবারের শিক্ষার্থীদের শিক্ষায় সহায়তা প্রদানসহ এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায়ও সক্রিয়ভাবে কাজ করছে।
কর্মসূচিতে স্থানীয় যুবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন মঘী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রোকসানা ইয়াসমিন, ওয়ার্ড সদস্য তোরাপ হোসেন এবং হিসাব সহকারী সাজ্জাদ হোসেন।
বিডি প্রতিদিন/জামশেদ