গাইবান্ধা পলাশবাড়ীত কলাগাছের ভেলায় খেলতে গিয়ে জলাশয়ের পানিতে ডুবে আবিদ (৬) ও লাবিব (৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে পলাশবাড়ি পৌর শহরের বৈরী হরিণমারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবিদ ওই এলাকার শফিকুল ইসলামের ও লাবিব একই এলাকার আব্দুল আজিজের ছেলে। সর্ম্পকে তারা মামাতো ফুফাতো ভাই।
স্থানীয়রা জানান, আবিদ ও লাবিব দুপুরে বাড়ীর পাশের জলাশয়ে কলাগাছের ভেলায় চড়ে খেলা করছিল। এরই মধ্যে তারা ভেলা থেকে পড়ে পানিতে ডুবে যায়। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুপুর তিনটার দিকে শিশুদুটিকে জলাশয়ের পানিতে ভেসে থাকতে দেখতে পান স্বজনরা। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু। তিনি বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিডি প্রতিদিন/এএম