পটুয়াখালীতে এক কলেজ শিক্ষককের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের সিংহেরাকাঠি গ্রামে এ ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতরা ঘরে ঢুকে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্নালঙ্কার ও নগদ টাকা লুটে নিয়ে যায়।
কালিশুরী ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সজল হাওলাদার সাংবাদিকদের জানান, শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে ডাকাতদল তার সেমিপাকা ভবেনের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে বাড়ির নীচ তলার একটি কক্ষে ঢোকে। পরে ১০ থেকে ১২ জনের মুখোশপড়া সংঘবদ্ধ ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে। এরপর ডাকাতরা বিভিন্ন কক্ষে আসবাবপত্র তছনছ করে আলমিরা ভেঙ্গে স্বর্নালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। সেমিপাকা ভবনে ভেন্টিলেটর ভেঙ্গে ঢুকে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে গেছে। এ বিষয়ে মামলা হবে। আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।
বিডি প্রতিদিন/এএম