যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ দুইজন নিহত ও দশজন আহত হয়েছেন। শনিবার ভোর ৬টা ও দুপুর ১২টার দিকে দুর্ঘটনা দু’টি ঘটে।
স্থানীয়রা জানান, ভোর ৬টার দিকে সদর উপজেলার ছাতিয়ানতলায় যশোর-ঝিনাইদহ মহাসড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ারসার্ভিস কর্মীরা তিনজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা ফজলুল হককে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর রিয়াল হাসান নামে আরও একজন মারা যান। গুরুতর অবস্থায় মামুন হোসেন নামের এক যুবক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তিনি বলেন, নিহত ফজলুল হক খুলনা মেট্রোপলিটন পুলিশের আটরা ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রয়ড়া গ্রামের বাসিন্দা। তিনি মোটরসাইকেলে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। আর নিহত রিয়াল হাসান ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার কাশিপুর গ্রামের ইমান উদ্দিনের ছেলে।
এদিকে দুপুর ১২টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুরে যশোরমুখী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। স্থানীয়রা সেখান থেকে ৯ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এএম