টেকসই খাদ্যের উন্নত বাজার সৃষ্টি এবং স্মার্ট কৃষিকাজ প্রকল্পের আওতায় ঠাকুরগাঁওয়ে চা চাষিদের সঙ্গে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় চায়ের গুণগত মান বৃদ্ধি, যান্ত্রিকীকরণ এবং উন্নতির উপায় নিয়ে আলোচনা করা হয়।
বৃহস্পতিবার দুপুরে ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলার গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেড চত্বরে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
গ্রীন ফিল্ড টি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়জুল ইসলাম হিরু’র সভাপতিত্বে সভায় অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ, বাংলাদেশ চা বোর্ড পঞ্চগড় জেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফ খান, কৃষিবিদ আমির হোসেন, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কান্ট্রি ম্যানেজার সেলিম রেজা, এবং আরও অনেক অতিথি।
বক্তারা বলেন, 'এই প্রশিক্ষণের মাধ্যমে চা উৎপাদনে আধুনিক প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি নারী নেতৃত্বাধীন চা কো-অপারেটিভের ক্ষমতায়ন নিশ্চিত করার দিকে আমাদের মনোযোগ থাকবে।' তারা আরও জানান, চা চাষিদের নানা প্রশ্নের উত্তর দেন চা বোর্ডের কর্মকর্তারা, এবং চায়ের মান বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন।
বিডি প্রতিদিন/মুসা