কুড়িগ্রামে বীজ উৎপাদনকারী ও স্টেকহোল্ডারদের জন্য মানসম্মত বীজ উৎপাদন, সংরক্ষণ, বিতরণ ও সমন্বিত বাজার মনিটরিং শীর্ষক দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরের দিকে আঞ্চলিক বীজ প্রত্যয়ণ অফিস রংপুর অঞ্চল, রংপুরের আয়োজনে জেলা বীজ প্রত্যয়ন অফিস সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা শামছুজ্জামান সরকারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীজ প্রত্যয়ন এজেন্সী রংপুর অঞ্চল, রংপুরের আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার ড. পলাশ সরকার।
এ সময় সহকারী আঞ্চলিক বীজ প্রত্যয়ন অফিসার আতিকুল হক, গাজীপুর জেলা মাঠ প্রশাসনের উপ-পরিচালক আফতাব উদ্দীন মাহমুদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় কুড়িগ্রাম জেলার ২৫ জন বীজ ব্যবসায়ী অংশগ্রহণ করেন।
বিডি প্রতিদিন/জামশেদ