চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী রুটের সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে রেল অবরোধ কর্মসূচি উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে স্থগিত ঘোষণা করা হয়েছে। ফলে চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ৪০ মিনিট পর মল্লিকা এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায় এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আজ বুধবার ১০টা থেকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে রেল অবরোধ ও মানববন্ধন কর্মসূচি শুরু করে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা কমিটি।
রেল অবরোধ চলাকালে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা মোখলেসুর রহমান, বিএনপি নেতা শাহনেয়াজ খান সিনা, জামায়াত নেতা গোলাম রাব্বানী, সাংবাদিক নেতা ফয়সাল মাহমুদ, জাসদ নেতা হেলাল উদ্দিন, চেম্বারের সিনিয়র সহ-সভাপতি খাইরুল ইসলাম প্রমুখ।
অবরোধ চলাকালে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসের ফলে প্রায় ৪০ মিনিট পর রেল অবরোধ স্থগিত ঘোষণা করেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।
পরবর্তীতে রেলের উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে চাঁপাইনবাবগঞ্জের প্রতিনিধি দল দেখা করেন। এ সময় জেলার যৌক্তিক দাবি তুলে ধরাসহ সকল আন্তঃনগর ট্রেন এই জেলা থেকে চালুর আশ্বাস প্রদানের পর অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
বিডি প্রতিদিন/জামশেদ