চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মিজান (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার মা সুফিয়া বেগম। আহত অবস্থায় তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টার দিকে শহরের শিবতলা-গুলবাগ মহল্লায় এ ঘটনা ঘটে।
নিহত মিজান ওই এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের ছেলে। পেশায় তিনি একজন মোটরসাইকেল মেকানিক ছিলেন।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান জানান, ঝড়-বৃষ্টির সময় মিজান ও তার মা বাড়ির সামনের একটি আমগাছের নিচে পড়ে থাকা আম কুড়াতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মিজান মারা যান এবং তার মা আহত হন।
বিডি প্রতিদিন/মুসা