ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে এক নারীসহ ৪ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বিজিবি। আটককৃতরা অবৈধভাবে সীমান্ত পেরোনোর চেষ্টা করছিলেন। অপরদিকে মালিকবিহীন ১৯ বোতল ভারতীয় মদ, ৯৪ বোতল ফেনসিডিল ও ৪৬৮ পিস ভারতীয় ওষুধ উদ্ধার করা হয়েছে।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবি জানিয়েছে, মহেশপুর ৫৮ বিজিবির অধীন মাটিলা, কুমিল্লাপাড়া, উথলি, মেদিনিপুর বিওপির পৃথক অভিযানে মোট চারজন বাংলাদেশি নাগরিককে আটক করে বিজিবি। আটককৃতরা ঝিনাইদহ, নড়াইল, খুলনা ও চাদপুর জেলার বাসিন্দা।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, আটকপ্রাপ্ত বাংলাদেশি নাগরিকদের মামলা দায়েরের মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই