চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে আগামীকাল বুধবার (১৪ মে) রেল অবরোধ ও মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা কমিটি।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সুজন জেলা কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল।
সংবাদ সম্মেলনে বলা হয়, চাঁপাইনবাবগঞ্জ থেকে সকল আন্তঃনগর ট্রেন চালুসহ ৮ দফা দাবিতে গত ৭ মে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনসহ গণস্বাক্ষর সংগ্রহ করা হয় এবং দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তর প্রধানকে দেওয়া হয় এবং দাবি মানতে সাতদিনের আল্টিমেটাম দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল বুধবার সকালে চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে ট্রেন অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
বিডি প্রতিদিন/এমআই