বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে দোয়া মাহফিল ও মতবিনিময় সভা।
সোমবার (১২ মে) বিকেলে ইউনিয়ন বিএনপির আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মজনু চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান।
প্রধান অতিথি ছিলেন নবনির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক জেলা ড্যাব সভাপতি ডা. মেজবাহ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা আরমান উদ্দিন পলাশ, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাবেক সহ-প্রশিক্ষণ সম্পাদক সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে ডা. মেজবাহ উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ