গাইবান্ধার গোবিন্দগঞ্জের বর্ধনকুঠি সরোবরে গোসল করতে গিয়ে শাওন মিয়া (১৩) নামে সপ্তম শ্রেনিতে পড়ুয়া এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (১১ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত শাওন গোবিন্দগঞ্জ পৌর এলাকার সোনারপাড়া মহল্লার প্রবাসী সাদেকুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের সপ্তম শ্রেনির ছাত্র।
স্থানীয়রা জানান, বিকাল ৩ টার দিকে শাওন মিয়া তার ভাইয়ের সাথে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একপর্যায়ে নিখোঁজ হয় সে। খবর পেয়ে স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, এ ঘটনার তার কাছে কোনো তথ্য নেই।
বিডি প্রতিদিন/এএম