নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে রাজন শিকদার (১৬) নামে এক এসএসসি পরিক্ষার্থীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার বিকেলে রায়পুরা চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের আলীনগরে রায়পুরা উপজেলার সকল ছাত্রসমাজ এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।
এসময় অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবী জানাননো হয়। অনথ্যায় কঠোর কর্মসূচির হুশিয়ারী দেওয়া হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল গ্রামের নারী পুরুষ সহ কয়েক শত মানুষ অংশ নেয়। মানববন্ধন শেষে এলাকাবাসী রাজন হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি গ্রামের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করেন।
মানববন্ধনে বক্তারা বলেন,বিনা দোষে অভিযুক্তরা রাজনকে পিটিয়ে আহত করে। ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে মৃত্যুর কাছে হার মানেন। এই মৃত্যু গ্রামবাসী মেনে নেবে না। অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার দাবী জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোণসা করা হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহত রাজন শিকদারের বাবা ফজলু মিয়া, বড় ভাই রাসেল সিকদার, মাইনুদ্দিন ,ইয়াসিন সিকদার,রিফাত আহমেদ,আল আমিন চৌধুরী,নুরুজ্জামান প্রমূখ।
নিহত রাজন শিকদার আলীনগর এলাকার ফজলু মিয়ার ছেলে ও সায়দাবাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। এর আগে শুক্রবার (২ মে) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রাজনের মৃত্যু হয়।
উল্লেখ, গত ২৭ এপ্রিল এসএসসি পরীক্ষা শেষে বাড়ি ফিরে বিকেলে সহপাঠীদের সঙ্গে আলীনগর বাজার মোড়ে ক্যারাম খেলছিলেন রাজন। তখনই মধ্যনগরের জাহাঙ্গীর ও তার লোকজনের সঙ্গে ঝগড়া হয় বাঁশগাড়ী এলাকার এক অটোরিকশা চালকের। ঝগড়া থামাতে এগিয়ে যান রাজনসহ আশপাশের লোকজন। পরে অটোরিকশা চালককে নিরাপদে বাড়ি পৌঁছে দেয় তারা। ঘটনার পর জাহাঙ্গীর ও তার অনুসারীরা সন্ধ্যায় দলবল নিয়ে আলীনগরে একটি দোকানে হামলা চালায়। সেখানে রাজনকে বাঁশ দিয়ে বেধড়ক পেটানো হয়। হামলায় আহতাবস্থায় রাজনকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে ঢাকায় নেওয়া হয়। সেখানে বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর তাকে আইসিইউতে নেওয়া হলে শুক্রবার তার মৃত্যু হয়।
বিডি প্রতিদিন/এএম