নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুচ্ছ ঘটনায় কথাকাটাকাটির জেরে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে ইয়াসিন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।
নিহত ইয়াসিন ময়মনসিংহের নান্দাইল উপজেলার বরুয়া গ্রামের মো. শহিদুলের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের এনায়েতনগরের মৃত আশোক আলী মাস্তানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।
শনিবার রাতে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লার সীমানার গোদনাইল এনায়েতনগর লাকি বাজার সংলগ্ন ক্যানেলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই রাতে একদল কিশোরের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ইয়াসিনকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনুর আলম জানান, ঘটনার পর ইয়াসিনের বন্ধু সানি ও রমজানকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। বিস্তারিত তদন্ত চলছে।
বিডি প্রতিদিন/আশিক