গাইবান্ধায় ‘ইনডিপেনডেন্স কাপ ২.০’ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে জুলাই ফাইটার্স। ফাইনালে ২২ রানে হারায় গাইবান্ধার আরেক দল জুলাই ওয়ারিয়ার্সকে।
শনিবার (৩ মে) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় ফাইনাল ম্যাচটি।
ম্যাচের শুরুতে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় জুলাই ফাইটার্স। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪০ রান তোলে তারা। জবাবে জুলাই ওয়ারিয়ার্স ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১১৮ রানে থামে। ফলে ২২ রানে জয় পায় এবং শিরোপা জেতে জুলাই ফাইটার্স।
খেলা শেষে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক (অ্যাডহক কমিটি) চৌধুরী মোয়াজ্জেম আহমদ পুরস্কার বিতরণ করেন।
এর আগে, গত ১১ এপ্রিল টুর্নামেন্টটি উদ্বোধন করা হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চলের ১৬টি দল অংশ নেয়। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসন এই টুর্নামেন্টের আয়োজন করে।
বিডি প্রতিদিন/আশিক