রাজধানীর পুরানা পল্টনে ১১ তলা বিশিষ্ট সাব্বির টাওয়ারের যেখানে আগুন লাগে তার ছাদে থাকা টিনশেড ঘরে বিপুল পরিমাণ বৈদ্যুতিক যন্ত্রাংশ ও প্লাস্টিক সামগ্রী মজুত ছিল।
শনিবার (৩ মে) রাত ৮টা ২৫ মিনিটে আগুনের সূত্রপাত হলে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশন থেকে দুটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আরও ছয়টি ইউনিট যোগ দেয়। রাত ১২টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মো. সালেহ উদ্দিন জানান, ছাদজুড়ে থাকা টিনশেড ঘরের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য বৈদ্যুতিক ও প্লাস্টিক সামগ্রী মজুত ছিল। ঘরটিতে ছিল কেবল একটি দরজা, ছিল না পর্যাপ্ত ভেন্টিলেশন—যার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লাগে।
তিনি আরও বলেন, ভবনের ওপরের তলায় পানির চাপ কম থাকায় প্রাথমিকভাবে কাজ কঠিন হয়ে পড়ে। তবে ইউনিটগুলোর সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
উদ্ধার তৎপরতা সম্পর্কে তিনি জানান, ভবনে কেউ আটকে পড়েনি এবং হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তিনি বলেন, ‘আগুন যদি নিচতলায় লাগত, তাহলে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা ছিল। ভাগ্যক্রমে ছাদে লাগায় বাসিন্দারা নিরাপদে বের হতে পেরেছেন।’
তিনি আশপাশের ভবনের ছাদে অবৈধ স্থাপনার বিষয়ে নজরদারির আহ্বান জানান।
বিডি প্রতিদিন/আশিক