কুষ্টিয়ার কুমারখালীতে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ও কেমিক্যাল দিয়ে আইসক্রিম তৈরি করায় এক কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৩ মে) বিকেলে কুমারখালী পৌরসভার মধ্যপাড়া এলাকার নিউ লালন সুপার আইসক্রিম কারখানায় অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে পরিচালিত আদালতে কারখানার ব্যবস্থাপক শাহিন শেখ (৪০) কে এই জরিমানা করা হয়। অভিযানে সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির মো. শহিদুল ইসলাম ও থানার পুলিশ।
রাত ১০টার দিকে সহকারী কমিশনার বিজয় কুমার জোয়ার্দার জানান, “আইসক্রিম তৈরিতে অত্যন্ত ক্ষতিকর রং ও কেমিক্যাল মেশানোর অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান চলমান থাকবে।”
বিডি প্রতিদিন/আশিক