ফেনীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকাসক্তকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ মে) বিকেলে জেলা প্রশাসনের সহকারী কমিশনার জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে শহরের বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়। অভিযানে সহায়তা করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাজু আহমেদ চৌধুরীর নেতৃত্বে একটি টিম।
অভিযানে গাঁজাসহ গাইবান্ধার গোবিন্দগঞ্জের মো. হারুন (৪২) ও লালমনিরহাটের পাটগ্রামের মো. মতিউল আলম সবুজ (২৭) কে আটক করা হয়। পরে হারুনকে ৭ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, সবুজকে ৩ দিনের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেন ভ্রাম্যমাণ আদালত।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সোমেন মণ্ডল জানান, “জেলা প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।” সাজাপ্রাপ্তদের ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/আশিক