বগুড়ার ধুনটে এক শিশু কণ্যাকে ধর্ষণ চেষ্টা মামলায় মানিক মিয়া (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ মে) গ্রেপ্তারকৃত ওই যুবককে ধুনট থানা থেকে বগুড়ার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে। এর আগে শুক্রবার (২ মে) রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত মানিক মিয়া গোসাইবাড়ী ইউনিয়নের পারনাটাবাড়ী গ্রামের গোলাম সরোয়ারের ছেলে।
জানা গেছে, পারনাটাবাড়ি গ্রামে জনৈক এক কৃষকের মেয়ে স্থানীয় মাদ্রাসার প্রথম শ্রেণীর শিক্ষার্থী (৮)। শুক্রবার (২ মে) সকালে শিশুটি একই গ্রামে তার নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। পথিমধ্যে সকাল ৯টার দিয়ে শিশুটি অভিযুক্ত মানিক মিয়ার বাড়ির সামনে পৌছালে তাকে খাবারের লোভ দেখিয়ে নিজ ঘরে নিয়ে যায়। এরপর মানিক শিশুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করতে থাকে। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে মানিক মিয়া কৌশলে পালিয়ে যায়।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে মানিকের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। মামলার পর শুক্রবার রাতে পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে মানিক মিয়াকে গ্রেপ্তার করে।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত মানিক মিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছেন। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম