নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে আসা ৩৫ জন রোহিঙ্গাকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকা থেকে আটক করেছে র্যাব। শনিবার নগরীর পতেঙ্গা থানার খেজুরতলা বেড়িবাঁধ এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব জানায়, নারী ও শিশুসহ আটক রোহিঙ্গাদের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭-এর সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন বলেন, “পতেঙ্গা সি-বিচ সংলগ্ন খেজুরতলা বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে চট্টগ্রাম মহানগরীতে অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে ৩৫ জন রোহিঙ্গা নাগরিককে আটক করা হয়েছে।”
জিজ্ঞাসাবাদে তারা জানায়, নোয়াখালীর ভাসানচর রোহিঙ্গা ক্যাম্প থেকে কৌশলে পালিয়ে তারা চট্টগ্রাম মহানগরীসহ দেশের অন্যান্য অঞ্চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। অন্যত্র যাওয়ার আগে তারা পতেঙ্গা সি-বিচ এলাকায় অবস্থান করছিল। সেখানেই অভিযান চালিয়ে তাদের আটক করে র্যাব।
বিডি প্রতিদিন/আশিক