দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েক দিন বজ্রবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শনিবার (৩ মে) সন্ধ্যায় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রবিবার এবং সোমবারেও একই রকম আবহাওয়া বজায় থাকতে পারে বলে জানানো হয়েছে। এসব দিনেও দেশের বিভিন্ন বিভাগে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রপাত হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা তুলনামূলকভাবে অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ওই সময় দিন প্রায় একই থাকলেও রাতের তাপমাত্রা সামান্য বেড়ে যেতে পারে।
বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে।
বিডি প্রতিদিন/মুসা